মুস্তাক আহমদ
বিশ্ব বিবেকের নিকট খুব বড় প্রশ্ন করতে ইচ্ছা করছে আজকাল ইজরাঈলের উগ্রতা তীব্র কেন ? গতকাল ইহুদীবাদী ইজরাঈল বর্বতার চরম সীমা অতিক্রম করেছে ৷
তাই আমার লেখার শুরুতেই প্রশ্ন দিয়ে শুরু করেছি ইদানিং ইহুদী ইজরাঈল এত উগ্র কেন ?
আসলে সত্যিকথা হলো ইজরাঈলের নিজস্ব কোন শক্তি বা ক্ষমতা নেই ৷ বিশ্বের মানুষের কান খোলা রেখে একটি কথা বোঝা দরকাল ইজরাঈল কোন রাস্ট্র নয় ৷
আসলে ইজরাঈলকে যারা রাস্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং সন্ত্রাসী ইজরাঈলকে যারা আশ্রয় ও প্রসয় দিয়ে রাস্ট্র হিসাবে দ্বিপ্রাক্ষিক চুক্তি করছে ও ব্যবসা বাণিজ্যে করার মাধ্যমে ইজরাঈলের অর্থনৈতিক বল-বৃদ্ধি করছে, ...সম্পূর্ণ দোষ তাদের ৷
আলে সৌদ রাজ পরিবার ইজরাঈলকে আরবভূমিতে ঠাঁই দিয়েছিল ৷ আর আজ বিশ্বের বেশীরভাগ মুসলমান দেশ ইজরাঈলকে রাস্ট্র হিসাবে মান্যতা দেয় ও দ্বীপাক্ষিক চুক্তির মাধ্যমে সকল রকম স্বীকৃতি দিচ্ছে ৷
.....এটা চরম অপরাধ ৷ বরং চূড়ান্ত মানবিক অবক্ষয় ৷ বলা বাহিল্য তুরস্কের এরদোগান ইদানিং খুব বেশী বেশী ইজরাঈলকে সর্বক্ষেত্রে তোষামদ দিয়ে তাদের পাশবিক শক্তিতে হাওয়া দিচ্ছে ৷ - এটা চরম অপরাধ ৷
তাই আমার লেখার শুরুতেই যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের জবাব এটাই যে, রজব এরদোগানের ধৃষ্টতা ও মুনাফিকির সীমা অতিক্রমটাই আজ আমাদের জন্য ভারী হয়ে উঠেছে ৷
বিশ্বের সকল দেশ থেকে জোর আওয়াজ তোলা দরকার এরদোগান ও আলে সৌদের জন্যই ইহুদীবাদী ইজরাঈল এখনো জুলুম করে চলেছে ৷